মার্কেটিং এজেন্সিগুলোর নামে বেশ বড় একটা অভিযোগ!
তারা কথা শুনতে চায় না।
বেশির ভাগ ক্ষেত্রে কথা সত্যি। যদিও আমরা অনেকেই কিন্তু আবার ক্লায়েন্টের কথা শুনি। মন দিয়েই শুনি।
যারা শুনতে চায়, তারা কেন শুনতে চায় না?
১. সময়ের অভাব,
২. লোক বলের অভাব,
৩. পেমেন্ট কম,
৪. ধৈর্যের অভাব,
৫. কাজের প্রতি ভালবাসার অভাব,
৬. অনেক ডিটেইলস।
আসলে অনেক কিছু জানতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। ধৈর্য হারা হওয়াটাই স্বাভাবিক।
ক্লায়েন্ট কি চায়? কতটুকু চায়? ক্লায়েন্টের কিসে সমস্যা হচ্ছে?
বাজেট আপডাউন কেমন করতে পারবে?
কি কি তথ্য বা ছবিতে পার্সোনাল ইস্যু আছে? প্রচার অনুযায়ী ডেলিভারি ক্ষমতার কমবেশি হওয়া...
ইত্যাদি প্রচুর তথ্য থাকে।
এতো তথ্য জেনে, বুঝে, পয়েন্ট ধরে কাজ করতে অভিজ্ঞ লোক লাগে। কিন্তু হাই পেইড অভিজ্ঞ লোকের চাহিদা যত বেশি, ধৈর্য তত কম।
ভালো ডিজাইনারদের জন্মগত ভাবে শব্দ ও কথায় অ্যালার্জি থাকে।
ভালো কন্টেন্ট রাইটাররা নিজেরা মেন্টালি খুব টায়ার্ড থাকে। দৈনিক প্রচুর পড়তে হয় আর লিখতে হয় তাদের। এর মাঝে নতুন কথা, আলাপ তারাও নিতে পারে না।
-
তাহলে 'ব্রান্ডস ২৪' কিভাবে ক্লায়েন্টের কথা শোনে?
কারণ কথা শোনার জন্য আমাদের আলাদা লোক আছে।
কন্সলাটেন্ট সহ মোট ৩ জন মানুষ আলাদা আছে। ব্যবসা নিয়ে, প্ল্যানিং, আইডিয়া ও উদ্যোক্তাদের স্বপ্ন নিয়ে আলাপ করতে আমরা খুব পছন্দ করি।
দৈনিক কোটা সীমিত তাই প্রয়োজনে তাড়াতাড়ি যোগাযোগ করুন।
0 Comments