ফেসবুক বুস্ট পোস্টে কি কি থাকবে না?
১. ছবিতে বেশি কথা টেক্সট। অনেকে ছবিতে ফোন নম্বর দিয়ে বুস্ট করে। এটা ভালো না। ছবিতে ছোট্ট করে এক কোণায় লোগো আর একটা মাত্র লাইন থাকলে বেশি ভালো হয়। ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, ঠিকানা এসব ডিসক্রিপশনে থাকা দরকার।
২. অনেকগুলো সার্ভিস বা প্রোডাক্ট টার্গেট করলে বুস্টিং এর টাকাটাই মূলত লস হয়। একটা অফার টার্গেট করলে লাভ বেশি।
৩. বেশি কথা, বেশি ব্যাখ্যা। পোস্টে বেশি কথা না থাকলেই বরংচ সেল হবার সম্ভাবনা বাড়ে।
৪. ভুল সেলেব্রিটি
কিছু পণ্য বা সার্ভিসের সাথে ট্রাস্ট ইস্যু থাকে। এই সব ক্ষেত্রে ভুল সেলেব্রিটির উপস্থিতি অনেক বড় রকমের খারাপ প্রভাব ফেলবে ব্রান্ডিং এর ক্ষেত্রে।
৫. ভুল কনটেন্ট/ একঘেয়ে স্প্যাম
কাস্টমারদের প্রোডাক্টের পছন্দ অনুযায়ী পড়ার ও দেখার রুচিও ভিন্ন হয়। মন বুঝতে ভুল করলে ফল খারাপ আসবে। সেক্ষেত্রে সেলতো হবেই না বরংচ ব্যবসায় আরও পিছিয়ে পড়তে হবে।
ব্যবসা চালাতে গেলে, প্রচার প্রসার চালাতে গেলে, ডিজিটাল মার্কেটিং এ বুস্টিং খুবই দরকার ও উপযোগী একটা মাধ্যম।
0 Comments