পিকফুড এর লোগো ডেলিভারী

আজ ডেলিভারী দেয়া হলো: পিকফুডের Pick food লোগো
ফাউন্ডার হলেন আমাদের সবার প্রিয় চট্টগ্রামের উদ্যোক্তা 'হাফিজা ইপা' আপু।
অনেক দিন ধরে তাকে ফলো করছি আমি। তার পোস্টগুলো শিক্ষনীয়। তার চেষ্টা, শ্রম দেখে কাজ করার স্পৃহা জাগে।


বিশেষ করে তার লোভনীয় আচারগুলো দেখলে জিভে পানি চলে আসে।
ইপা আপু বাসার সব দ্বায়িত্ব সামলে 'পিকফুড' এর পাশাপাশি আবার নতুন একটা প্রজেক্ট নিয়েছিলেন, তখন একটু দুশ্চিন্তায় ছিলাম।



'পিকফুড' সময় যত্ন দেয়া কমিয়ে দিবেন নাতো?
কিন্তু না।
মাশাআল্লাহ তার প্ল্যান অনেক বড়, অনেক স্থির।
তিনি পিকফুডের জন্য প্রোফেশনাল ডিজাইনারের তৈরি লোগো করিয়েছেন, কাভার করিয়েছেন এবং পেজ সেটআপও করাচ্ছেন। ব্যবসা ও কাজের প্রতি তার ভালবাসা সিরিয়াসনেসও বোঝা যায়




আপুর কাছে দাবি থাকবে, সামনে যত প্রেশার বাড়ুক আর যত কষ্ট হোক, সবার আগে ইসতিহাম-আইরা এবং পিকফুডকে রাখবেন।
(ব্রান্ডস ২৪ এর পক্ষ থেকে হোসনে আরা মৌ)


0 Comments