বাবাদের জন্য ব্যবসা খুব চ্যালেঞ্জিং!

 


বাবাদের জন্য ব্যবসা খুব চ্যালেঞ্জিং!

ব্যবসাও একটা সন্তান আবার বাসায় আছে নিজের রক্ত মাংসের সন্তান। সব দিক ঠিক রেখে সামলানো অনেক কঠিন আর শ্রমের একটা কাজ।

যাদের এই চ্যালেঞ্জটা নেই, তারা বুঝতেও পারবে না, বাবাদের কী কী বইতে হয়।

ছোট ব্যবসাটাকে শুধু বাঁচিয়ে রাখতেই ব্যবসায়ীদের প্রানপণ যুদ্ধ করতে হয়:

-- সোর্স খোঁজা 

-- প্রোডাকশনে চোখ রাখা

-- কোয়ালিটি ঠিক রাখা

-- বিভিন্ন জায়গায় কানেকশন 

-- সঠিক নিয়োগ

-- গণ্ডা গণ্ডা ইন্টারভিউ 

-- ছবি তোলা, ভিডিও

-- ক্লায়েন্টের অভিযোগ 

-- আশেপাশের অভিযোগ 

-- দক্ষ চোর কর্মী

-- অলস সৎ কর্মী ☠️

-- বাড়িওয়ালার পেরেশানি 

-- অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা

-- অবাঞ্ছিত উৎপাত

এতো সব সামলে ঠাণ্ডা হয়ে বসে অনলাইনের কাজ করার সময় কোথায়?

.

এরপর আবার বাবাদের কাজ থাকে বাকি

-- ঘরের বাজার

-- বাচ্চার পড়াশোনা 

-- বাসার অসুখ/দূর্ঘটনা 

-- বাসার অনুষ্ঠান 

-- বন্ধুদের খোঁজ খবর

-- বাসার কারও আবদার

-- কোনো এক শালার বিয়ে 🙄

ফলাফল বাবার অভাবে বাচ্চাগুলো কি অদ্ভুতভাবে বড় হচ্ছে, কত কষ্ট নিয়ে বড় হচ্ছে,  একটু ভাবলেই বোঝা যায়।

তাই অন্তত কিছুটা ঝামেলা মুক্ত হতে রেগুলার পোস্ট, বুস্ট, কমেন্টিং,লেখালেখি, ডিজাইন ইত্যাদির জন্য আমাদের মাস চুক্তির সাবস্ক্রিপশন নিয়ে নিন।

আপনার প্রাণ ডিজার্ভ করে একটু আরাম, একটু স্বস্তি! 

আপনার রাজপুত্র রাজকন্যারা ডিজার্ভ করে তাদের ঘরের নেতা+ প্রিয় শিক্ষক = তাদের প্রিয় বাবাকে।

★ কোয়ালিটি ঠিক রাখার জন্য প্রতি মাসে আমরা সীমিত সংখ্যায় সাবসক্রিপশন সার্ভিস দিয়ে থাকি। তাই  নিশ্চিন্তে আরামসে অনলাইন ব্যবসা করতে এখনই নক করুন ইনবক্সে, অন্য কারও আগেই 

0 Comments