'ব্যবসায় ভালো প্যাকেজিংয়ের ৭টা খুব জরুরী লাভ!'
এইতো কিছুদিন আগে বিকেলের দিকে আমি ধানমন্ডি গিয়েছিলাম। কিছু কাজ সেড়ে ঠিক যখন ঝিগাতলার কাছাকাছি, তখন নিতান্তই অপরিচিত এক ভাইকে দেখলাম খুব সুন্দর একটা প্যাকেট নিয়ে পাশাপাশি হাটছেন। প্যাকেটটা দেখে ভালো লাগলো, লোগোটাও ভালো লাগলো।
আরবী ধাচের ক্যালিগ্র্যাফি। জিজ্ঞেস করলাম,
'আরে দারুন একটা প্যাকেটতো! কি ভাই এটার ভিতর?'
ভাই মুচকি হেসে জানালেন, 'ইল্ল্যিনের পাঞ্জাবী!'
মার্কেটিং কি আর লাগে?
আমার মাথায় তখন থেকেই খচখচ করছে, কাউকে গিফট দিতে হলে এই প্যাকেটেই দেয়া উচিত।
পাঞ্জাবীর মান কি, কোয়ালিটি কি, এটা কিন্তু একবারও মাথায় আসে নাই। মাথায় আসছে শুধু প্যাকেটটা।
এই হলো ব্যাপার!
ভালো প্যাকেজিং ব্যাবসার সেল বাড়ানোর জন্য অ্যামেজিং!
দারুন একটা মার্কেটিং টুলস!
তাই এখনই জেনে নেয়া উচিত আর কি কি লাভ আছে:
১. প্রোডাক্টের নিরাপত্তা:
প্যাকেজিং ভুল হলে ড্রেস পৌছাবে দলা পাকিয়ে। পিজ্জা হয়ে যাবে খিচুড়ি। কাস্টমারের কাছে সঠিক, সুন্দরভাবে, নিরাপদে প্রোডাক্ট পৌছানোর জন্য ভালো, মাপ মতো প্যাকেজিং দরকার।
.
২. ধনী, রুচিশীল কাস্টমার আকর্ষণ:
বাজে প্যাকেজিংয়ে যত ভালোই প্রোডাক্ট থাকুক, রুচিশীল কাস্টমাররা কখনোই তা গ্রহন করবে না। 'পয়লা দর্শনধারী', Everyone judges a book by its coverএটা বেসিক সাইকোলজি, হিউম্যান ন্যাচার।
এটা বদলানো দরকার কি না, ভালো বা খারাপ সেই আলোচনা অন্যত্র হবে।
কিন্তু এই মুহুর্তে ব্যবসা করতে হলে, ব্রান্ড হতে হলে আমাকে অবশ্যই আমার প্রোডাক্টের সৌন্দর্যের দিকে নজর দিতে হবে।
.
৩. কাস্টমারের স্বস্তি:
ভালো প্যাকেজিং দেখেই কাস্টমার পেজের প্রতি, প্রোডাক্টের প্রতি, ব্র্যান্ডের প্রতি ভালো ধারণা জন্মায়।
খাবার খেতে স্বস্তি বোধ করে, কাপড় পরতে নিরাপদ ফিল করে।
আমরা আমাদের কয়েকশত ক্লায়েন্ট উপর এই জিনিসটা জরিপ করে দেখেছি।
সবার আগে ভালো ছবি ও প্যাকেটের সৌন্দর্য তাদের মুগ্ধ করে।
.
৪. দাম বাড়ে, বিক্রিও বাড়ে:
সাধারন জিনিসও সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে অসাধারন হয়ে ওঠে।
বেশি দাম নিয়ে তখন মানুষ অভিযোগ করে না, দাম দেখে ভয়ে পিছিয়ে যায় না।
সাধারণত বিলাসদ্রব্যের বাজার ঘেটে দেখা গেছে, প্যাকেজিং এ ৭০ বা ১০০ টাকা বেশি দিলে অনায়সে সেই প্রোডাক্টের দাম ৩০০ - ১,০০০ টাকা পর্যন্ত বাড়িয়ে ধরা যায়।
৫. গিফট দেয়া সহজ:
অনলাইন প্রোডাক্ট বেশির ভাগ যায় গিফট আইটেম হিসেবে।
প্যাকেজিং ভালো হলে আর বাড়তি কিছু করতে হয় না।
ভোক্তা খুবই খুশি হয় এই প্যাকেজিংয়ের কারণে।এবং পরের বার তাড়াহুরার সময় ভালো প্যাকেজিং দেখেই ব্রান্ড চয়েজ করবে।
.
৬. রিপিট কাস্টমার:
ভালো প্যাকেজিং মনের মধ্যে খুশির অনুভূতি তৈরি, সেফটি ফিল করায়।
তাই বিভিন্ন কারণে প্রথম কাস্টমাররা রিপিট কাস্টমার হয়ে যায়।
.
৭. দারুন প্রচার মাধ্যম:
শুধু কাস্টমারের সন্তুষ্টিই নয়, বরং প্রচারনাতেও প্যাকেজিং অনেক বড় ভুমিকা পালন করে। আমাদের দেশে মা খালারা ভালো কিউট একটা প্যাকেট, দারুন অভিজাত লুকিং পেপার বক্স ফেলে দেয় না, যত্ন করে রেখে দেয়। রি-ইউজ করা হয়।তাই ওখানে ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফোন নম্বর থাকলে ভালো প্রচার হয়ে যায়।
দারুন একটা সুযোগ হয় রিপিট কাস্টমার পাবার।
তাছাড়া ব্যাগটা নিয়ে মানুষ যখন হাটবে চলবে, তখন খুব সহজে ও স্বস্তায় অ্যাডভার্টাইজ হতে থাকবে।
রাস্তায়, বাসে, ট্রেনে, মেট্রোরেলে মার্কেটিং চলবে ধুমধামে।
## তবে আবার প্যাকেজিং খুব বেশি অসাধারন করতে গিয়ে যেন খরচ- চার্জ খুব বেশি বেড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
আর আমরা 'ব্রান্ডস ২৪' দিচ্ছি আপনাদের জন্য সাশ্রয়ী ও স্পেশাল সব প্যাকেজিং ডিজাইন ও প্যাকেজিং সার্ভিস!
পছন্দের ডিজাইন, সাইজ, কাগজের ধরণ ও কতপিস প্রয়োজন জানিয়ে দিলে আমরা জানিয়ে দিবো খরচ।
ঘরে বসে সময় বাচিয়ে দারুন সব প্যাকেট ও বক্স হাতে পেতে, ব্যবসার প্রসার বাড়াতে
আজই নক করুন আমাদের ইনবক্সে

0 Comments