'বিক্রি বাড়িয়ে তুলতে প্যাকেট, বক্স, শপিং ব্যাগ, বক্স, প্যাকেজিংয়ের ভূমিকা!'
ভালো প্যাকেজিং ব্যাবসার সেল বাড়ানোর জন্য অ্যামেজিং!
দারুন একটা মার্কেটিং টুলস!
তাই এখনই জেনে নেয়া উচিত আর কি কি লাভ আছে:
১. প্রোডাক্টের নিরাপত্তা:
প্যাকেজিং ভুল হলে ড্রেস পৌছাবে দলা পাকিয়ে। পিজ্জা হয়ে যাবে খিচুড়ি।
সঠিক, সুন্দরভাবে, নিরাপদে প্রোডাক্ট পৌছানোর জন্য ভালো, মাপ মতো প্যাকেজিং দরকার।
২. ধনী, রুচিশীল কাস্টমার আকর্ষিত হবে।
৩. আমরা আমাদের কয়েকশত ক্লায়েন্ট জরিপ করে দেখেছি:
ভালো প্যাকেজিং দেখেই খাবার খেতে স্বস্তি বোধ করে, কাপড় পরতে নিরাপদ ফিল করে। সবার আগে ভালো ছবি ও প্যাকেটের সৌন্দর্য তাদের মুগ্ধ করে।
৪. কাস্টমার বেশি দাম দিতেও অস্বস্তি বোধ করে না। দাম বাড়লেও বিক্রি বাড়ে।
৫. গিফট দেয়া সহজ হয়। প্যাকেজিং ভালো হলে আর বাড়তি সাজগোজ কিছু করতে হয় না। দাতাগ্রহীতা দুজনেই চরম খুশি হয় প্যাকেট ভালো হলে।
৬. রিপিট কাস্টমার তৈরি করতে ভালো প্যাকেজিং সব সময় সেরা।
৭. শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রচার মাধ্যম:
প্রোডাক্ট বহন করার সময় রাস্তায়, বাসে, ট্রেনে, মেট্রোরেলে মার্কেটিং চলবে ধুমধামে।
তাছাড়া আমাদের দেশে মা খালারা ভালো কিউট একটা প্যাকেট, দারুন অভিজাত লুকিং পেপার বক্স ফেলে দেয় না, যত্ন করে রেখে দেয়। রি-ইউজ করা হয় বক্স।
তাই ওখানে ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফোন নম্বর থাকলে বার বার হাজার বার মনে পড়বে। দরকারে নম্বর নিয়ে কল করতে পারবে। বিশাল একটা সুযোগ হয় রিপিট কাস্টমার পাবার!
তাই ঘরে বসে সময় বাচিয়ে দারুন সব প্যাকেট ও বক্স দিয়ে স্বপ্নের ব্যবসার পশ ব্রান্ডিং করতে, ব্যবসার প্রসার বাড়াতে, আজই নক করুন আমাদের পেজের ইনবক্সে
0 Comments