কেন আমরা ব্যবসা করবো? উদ্যোক্তা হবো?'
হালালভাবে আয় করার জন্য অনলাইন ও অফলাইনে রয়েছে হাজার রকমের পেশা। যার যার পছন্দ ও রুচি ভেদে আলাদা আলাদা পেশা বেছে নিচ্ছেন।
কিন্তু বর্তমানে অনলাইনে অনেক আপুরাই ব্যবসাকে পেশা হিসবে গ্রহন করছেন।
ব্যবসা কি পেশা হিসেবে সঠিক ?
অনেকের মনেই এই প্রশ্ন, স্বাভাবিক। এমনকি ভালো ভালো ডিগ্রিধারী আপুদেরও শুনতে হয়, তার পরিবার ও স্বজনরা তাকে প্রেশার দেয়,
'ব্যবসা করে কি করতে পারবি?'
'ভালো একটা চাকরি করো ভালো করতে পারবা।
জীবনে ভালো করতে হলে চাকরিই ভালো পেশা।'
এরকম হাজার রকম কথা শুনতে হয় অনলাইন উদ্যোক্তাদের। তাই আজকের পোস্ট তাদের জন্য যারা ব্যবসা ভালো পেশা কিনা এব্যাপারে চিন্তিত!
১.
ব্যবসা সব থেকে উত্তম পেশা হালাল রুজি অর্জনের জন্য।
কারন, এটা হাদীসের কথা। আল্লাহর রসুল সা. এর কথা।
২.
আমাদের অনেক নবীরাই এই ব্যবসার মাধ্যমেই রুজি অর্জন করতেন।
ইয়াকুব (আ), হুদ (আ), সালেহ (আ), শোয়াইব (আ) , ইলিয়াস (আ), জুলকিফল (আ), ইয়াস'য়া(আ)
এমনকি আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সা) এর পেশাও ছিলো ব্যবসা ছিলো।
তাই ব্যবসার মতো উত্তম পেশা আর হয় না, মুসলমানদের জন্য।
৩.
সৎ ব্যবসায় স্বয়ং আল্লাহ অংশ নেন। তিনি আমাদের পার্টনার হয়ে যান।
হাদীসে কুদসীর কথা এটা।
৪.
স্বচ্ছতা ও ঈমানদারিত্বের সাথে ব্যবসা করলে তার হাশর হবে নবী ও সিদ্দিকীনদের সাথে।
৫.
শুধু সৎ মুসলিম ব্যবসায়ীকে শহীদদের মর্যাদা দেয়া হবে।
তাহলে হাদীস ও নবীদের জীবনি থেকে স্পষ্ট ব্যবসা উত্তম পেশা ❤️
তাহলে আমরা আলহামদুলিল্লাহ উত্তম পেশাতে আছি।
আমার ভালোবাসা ও পছন্দ যদি হয় ব্যবসা তবে আমি সঠিক রাস্তাতেই আগাচ্ছি 💚
ক্যারিয়ার গড়ার জন্য, শক্ত করে ব্যবসার হালটা ধরতে পারলেই সফলতা নিশ্চিত!
এখন আমরা কিভাবে ব্যবসার মাধ্যমে ভালো করতে পারবো, কিভাবে ভালো ব্যবসায়ী হতে পারবো?
তার সংক্ষিপ্ত টিপস দিয়ে যাই।
ভালো ব্যবসায়ী হতে হলে সবথেকে আগে দরকার সৎ হওয়া ও আন্তরিকতার সাথে সতর্ক হয়ে ব্যবসা করা:
★ ব্যবসাতে ভালো করতে হলে আমাদের জন্য জরুরী ইনবক্স দক্ষভাবে সামলানো
★ ইনববক্সই আমাদের কাস্টমারদের সাথে সম্পর্কের সেতু তাই ইনবক্সে হতে হবে অ্যাক্টিভ, আন্তরিক ও ধৈর্যশীলা
★ নিয়মিত থাকতে হবে।
আজ আছে, কাল নেই এমন হলে চলবে না
★ অনলাইনের ব্যবসা টিকিয়ে রাখার জরুরী টিপস হলো পোস্ট করা, এবং কাস্টমারের রুচি বুঝে পোস্ট করা। কাস্টমারকে পেজে এংগেইজ রাখা
★ মার্কেট রিসার্চ করা
★ প্রোডাক্ট, সার্ভিস কোয়ালিটি ও কলাকৌশল, নিয়মকানুন আপডেট রাখা নিয়মিত
★ সতর্ক থাকা ও কেয়ারি হওয়া
এই কাজগুলো করলেই ইনশাআল্লাহ ব্যবসায় সফলতা আমাদের দরজায় নক করবে!
0 Comments