ভালো বিক্রির জন্য চাই ভালো প্রচার
আর ভালো প্রচারের জন্য চাই, ভালো প্যাকেজিং
শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রচার মাধ্যম হলো প্যাকেজিং!
প্রোডাক্ট বহন করার সময় রাস্তায়, বাসে, ট্রেনে, মেট্রোরেলে মার্কেটিং চলবে ধুমধামে।
তাছাড়া আমাদের দেশে মা খালারা ভালো কিউট একটা প্যাকেট, দারুন অভিজাত লুকিং পেপার বক্স ফেলে দেয় না, যত্ন করে রেখে দেয়। রি-ইউজ করা হয় বক্স।
বিশাল একটা সুযোগ হয় রিপিট কাস্টমার পাবার!
আমরা আমাদের কয়েকশত ক্লায়েন্ট জরিপ করে দেখেছি:
ভালো প্যাকেজিং দেখেই খাবার খেতে স্বস্তি বোধ করে, কাপড় পরতে নিরাপদ ফিল করে।
সেপ্টেম্বর উপলক্ষ্যে আর মাত্র ৭ দিনের জন্য দারুন একটা ছাড় চলছে।
তাই ঘরে বসে সময় বাচিয়ে দারুন সব প্যাকেট ও বক্স দিয়ে স্বপ্নের ব্যবসার পশ ব্রান্ডিং করতে, ব্যবসার প্রসার বাড়াতে,
সাশ্রয়ী পেতে আজই নক করুন আমাদের পেজের ইনবক্সে l
0 Comments